আইসিবির বিনিয়োগের খবরে ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার
বাংলাদেশ ব্যাংকের সহায়তায় রাষ্ট্রায়ত্ব বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারবাজারে সাত হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ পাচ্ছে। আইসিবি এই ফান্ড শেয়ারবাজারে বিনিয়োগ করলে বাজারে লেগে থাকা তারল্য সংকট অনেকটাই কেটে যাবে। এতে করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে দীর্ঘদিন মন্দা থাকা শেয়ারবাজার।জানা গেছে, ডিপোজিটরি ফান্ডকে শেয়ারবাজার বিনিয়োগ সীমার (এক্সপোজার লিমিট) আওতার বাহিরে রাখতে চায় রাষ্ট্রায়ত্ব বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এতে করে আইসিবি ছয় হাজার কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পাবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের কাছে বিনিয়োগের জন্য এক হাজার কোটি টাকা ঋণ চেয়েছে। আর এই দুটি বিষয়েই প্রতিষ্ঠানটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। আরশেয়ারবাজারে সাত হাজার কোটি টাকার ফান্ড আসছে এমন খবরেই ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার। তবে আজ সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।সোমবারের শেয়ারবাজার পর্যালোচনাঃআজ ডিএসইতে ৫০৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯২ কোটি ৭৬ লাখ টাকার। অর্থাৎ একদিনে ডিএসইতে লেনদেন কমেছে ১৮৩ কোটি ১৩ লাখ টাকা।এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৫ পয়েন্টে এবং ২২১২ পয়েন্টে।ডিএসইতে আজ ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির, শেয়ার দর কমেছে ১৪০টির এবং ১৭৫টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৫৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ৭৩টির এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।