আইসিবি ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নিরীক্ষকের শঙ্কা

Date: 2023-04-05 17:00:26
আইসিবি ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নিরীক্ষকের শঙ্কা
পুঞ্জীভূত লোকসানের বোঝা দিন দিন বড় হওয়া, ঋণাত্মক ইকুইটির পরিমাণ বৃদ্ধি, মূলধন পর্যাপ্ততার অনুপাত বড় পরিসরে ঋণাত্মক হওয়া এবং আমানত ও বিনিয়োগের পরিমাণ কমে যাওয়াসহ বিভিন্ন কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ব্যাংকটির নিরীক্ষক এমজে আবেদীন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। ব্যাংকটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের আলোকে এ নিরীক্ষাপ্রতিষ্ঠান ডিএসইর মাধ্যমে গতকাল তার মতামতে এ তথ্য জানিয়েছে। নিরীক্ষা প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুসারে, আইসিবি ইসলামিক ব্যাংকের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২০২২ হিসাব বছর শেষে ১ হাজার ৯৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ঋণাত্মক ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ কোটি টাকায়। ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার অনুপাত ২০২২ হিসাব বছর শেষে হয়েছে ঋণাত্মক ১৩৮ দশমিক ৯১ শতাংশ। যেখানে ব্যাসেল ৩ অনুসারে মূলধন পর্যাপ্ততার অনুপাত ন্যূনতম সাড়ে ১২ শতাংশ থাকার কথা। মুনাফা দিতে হয় এমন আমানতের পরিমাণ ২০২২ হিসাব বছর শেষে ৮০২ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর বিপরীতে মুনাফা হয় এমন বিনিয়োগের পরিমাণ ২০২২ হিসাব বছর শেষে দাঁড়িয়েছে ১২৭ কোটি টাকার সামান্য বেশি। এছাড়া বর্তমানে ব্যাংকটির মোট বিনিয়োগের ৮৪ দশমিক ৩৪ শতাংশই খেলাপি হয়ে গেছে। এসব কারণে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছে ব্যাংকটির নিরীক্ষক এমজে আবেদীন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

Share this news