আইপিও তহবিলের ৭৭% অর্থ ব্যয় সম্পন্ন

Date: 2023-08-02 17:00:08
আইপিও তহবিলের ৭৭% অর্থ ব্যয় সম্পন্ন
বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে গত বছরের মার্চে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটি এরই মধ্যে এ তহবিলের ৭৭ শতাংশের বেশি ব্যয় সম্পন্ন করেছে। চলতি বছরের ১২ জানুয়ারি অনুষ্ঠিত ১৪তম এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনক্রমে কোম্পানিটির আইপিও তহবিলের অর্থ ব্যয় পরিকল্পনায় সংশোধন আনা হয়েছে। আর ওই সংশোধন-পরবর্তী ছয় মাস অর্থাৎ জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটি এ তহবিলের ২৮ দশমিক ৩৮ শতাংশ ব্যয় সম্পন্ন হয়েছে।তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিটির আইপিও তহবিলের ৪৮ দশমিক ৯৫ শতাংশ ব্যয় সম্পন্ন হয়। এরপর কোম্পানিটি চলতি বছরের জানুয়ারিতে কভিড-১৯-এর নেতিবাচক প্রভাব, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও নতুন উৎপাদন লাইনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির কথা বিবেচনায় নিয়ে এ তহবিলের ব্যয় পরিকল্পনায় সংশোধন আনার সিদ্ধান্ত নেয়। সে অনুসারে ওই মাসেই এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হয়েছে। পরে জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে কোম্পানিটি এ তহবিলের ৫২ দশমিক ৫৩ শতাংশ ব্যয় সম্পন্ন করতে পেরেছিল। সে হিসাবে সর্বশেষ এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি এ তহবিলের ২৪ দশমিক ৮০ শতাংশ ব্যয় করেছে। জুন শেষে কোম্পানিটির আইপিও তহবিলের ৭৭ দশমিক ৩৩ শতাংশ ব্যবহার সম্পন্ন হয়েছে। এ সময় শেষে তহবিলের ২২ দশমিক ৬৭ শতাংশ ব্যয় বাকি ছিল।

Share this news