আইপিডিসির শেয়ার নিয়ে কৌশলী লেনদেন
![আইপিডিসির শেয়ার নিয়ে কৌশলী লেনদেন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5295/ipdc.png)
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন হচ্ছে কৌশলে। কোম্পানিটির মুল মার্কেটে গতিহীন থাকলেও ব্লক মার্কেটে রেকর্ড পরিমাণ লেনদেন হচ্ছে।একটি চক্র কৌশলগত লেনদেনের মাধ্যমে মূল মার্কেট তুলোনায় ৫ থেকে ৬ শতাংশ কম দরে কোম্পানিটির শেয়ার হাতিয়ে নিচ্ছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।জানুয়ারির শুরু থেকে ০৯ ফেব্রুয়ারি তথ্য মতে, আইপিডিরি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২১ কোটি ৮৭ লাখ টাকার।অন্যদিকে, আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৫৯ লাখ টাকার। অর্থাৎ মূল মার্কেটের তুলোনায় কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২০ হাজার ৬৫৫ গুণ বেশি।মূল মার্কেটের তুলোনায় ব্লক মার্কেটে আইপিডিসির শেয়ারের এমন লেনদেন অস্বাভাবিক। ব্লকের মাধ্যেমে কোম্পানিটির শেয়ার একটি চক্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেই এমন বড় লেনদেন হচ্ছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।সর্বশেষ তিন প্রান্তিকে (জানুয়ারি-অক্টোবর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৯ পয়সা।সর্বশেষ কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে ৫৭ টাকা ৬০ পয়সায়।