আগ্রহ ধরে রেখেছে পাট খাত
গত সপ্তাহের শেষ ও চলতি সপ্তাহের চার কার্যদিবসসহ টানা পাঁচ দিন ধরে দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা পতনের মধ্যে গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতন হলেও বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল পাট খাতের শেয়ারে। এর ফলে আলোচিত খাতটিতে শেয়ার দর বেশি বেড়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো আগ্রহ ধরে রেখেছে আলোচ্য খাত। এরপর শেয়ার দর বেশি বেড়েছে আইটি খাতের শেয়ারে। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে বিমা এবং কাগজ ও ম–দ্রণ খাতের শেয়ার।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা পাট খাতের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৯০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ২টি কোম্পানির এবং বাকি ১টি শেয়ারের দর অপরিবর্তিত ছিল। দ্বিতীয় স্থানে থাকা আইটি খাতের শেয়ার দর গতকাল বেড়েছে ১ দশমিক ৫০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪টি কোম্পানির শেয়ারের এবং কমেছে ৪টি শেয়ারের। আর বাকি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল।গতকাল শেয়ার দর বৃদ্ধি দিক থেকে তৃতীয় স্থানে থাকা বীমা খাতের শেয়ার দর শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়েছে। আলোচিত খাতটিতে গতকাল মোট ৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। খাতটিতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৩টির দাম বেড়েছে এবং ১১টির কমেছে। এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের চতুর্থ স্থানে রয়েছে কাগজ খাতের কোম্পানির শেয়ার। এ খাতে গতকাল শেয়ার দর বেড়েছে দশমিক ৪০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং ১টির শেয়ার দর অপরিবর্তিত ছিল।এদিকে বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ার দর বেশি কমেছে সেবা ও আবাসন খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে গতকাল শেয়ার দর কমেছে ৫ দশমিক ৩০ শতাংশ। এরপর বেশি কমেছে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানির শেয়ারে। এদিন ভ্রমণ খাতে শেয়ার দর কমেছে ২ দশমিক ১০ শতাংশ। শেয়ার দর কমায় তৃতীয় স্থানে থাকা বিবিধ খাতের শেয়ারের দর কমেছে ১ দশমিক ১০ শতাংশ।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয় বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৪০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা প্রকৌশল খাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৪০ শতাংশ লেনদেন হয়েছে। ১২ দশমিক ১০ শতাংশ লেনদেন হওয়া বিবিধ খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা কাগজ খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ২০ শতাংশ লেনদেন হয়েছে।গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯০ দশমিক ১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৭১ দশমিক ০০ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক দশমিক ৭১ বা দশমিক ০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪০৭ দশমিক ৫৫ পয়েন্টে।ডিএসইতে গতকাল এক হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৭২ কোটি ৭৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ০০৫ কোটি ৯৫ লাখ টাকার। গতকাল ডিএসইতে ৩৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির বা ১৬ দশমিক ১২ শতাংশের, শেয়ার দর কমেছে ৮১টির বা ২২ দশমিক ১৩ শতাংশের এবং ২২৬টির বা ৬১ দশমিক ৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।