আগ্রহ বেশি পাট খাতে

Date: 2023-07-12 17:00:08
আগ্রহ বেশি পাট খাতে
দেশের পুঁজিবাজারে নামমাত্র সূচক বৃদ্ধির মধ্য দিয়ে গতকাল বুধবারের লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেন বেড়ে সাড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক বৃদ্ধিতে বিনিয়োগকারীদের আগ্রহ ও কেনার চাপ বেশি থাকায় শেয়ারদর বেশি বেড়েছে পাট খাতের। অপরদিকে এদিন বিনিয়োগকারীদের বিমুখ ছিলেন ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ারে। ফলে শেয়ার বিক্রির চাপ বেশি ছিল এই খাতটিতে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল পাট খাতের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৪০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১টির দর বেড়েছে এবং ১টির কমেছে। দ্বিতীয় স্থানে ছিল আইটি খাতের শেয়ার। খাতটিতে দর বেড়েছে ১ দশমিক ৮০ শতাংশ। এছাড়া টেলিকমিউনিকেশন, বস্ত্র, প্রকৌশলী, মিউচুয়াল ফান্ড এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।এদিকে গতকাল বিনিয়োগকারীদের বিক্রির চাপ থাকায় ভ্রমণ খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে শেয়ারদর কমেছে শূন্য দশমিক ৭০ শতাংশ। পরের স্থানে থাকা সিরামিক খাতে শেয়ারদর কমেছে শূন্য ৪০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা সিমেন্ট খাতে শেয়ারদর কমেছে শূন্য দশমিক ৩০ শতাংশ।অন্যদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জীবন বিমা খাতে ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৮০ শতাংশ লেনদেন হয়েছে। ৮ দশমিক ৫০ শতাংশ লেনদেন হওয়া বস্ত্র খাত রয়েছে চতুর্থ স্থানে।ডিএসইর তথ্য মতে, বাজারটিতে ৩৭০ প্রতিষ্ঠানের মোট ২৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৫৪৩টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৫ কোটি ৬৯ লাখ ৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯২টির। বিপরীতে কমেছে ৯১টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৭ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৭৯টির দাম। দিনশেষে সিএসইতে ১৪ কোটি ৩৪ লাখ ৩২ হাজার ৬৬৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৬২৫ টাকার।

Share this news