আগামী বাজেটে শেয়ারবাজার নিয়ে সিএসইর ১১ প্রস্তাব

Date: 2023-02-12 00:00:18
আগামী বাজেটে শেয়ারবাজার নিয়ে সিএসইর ১১ প্রস্তাব
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনের জন্য ১১টি প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবর। সিএসইর ১১টি প্রস্তাবের মধ্যে অন্যতম বিনিয়োগকারীদের ডিভিডেন্ড আয়ের ওপর উৎস কর প্রত্যাহার, ব্যক্তিশ্রেনীর করদাতাদের কর বহির্ভূত ডিভিডেন্ড আয় সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকায় উন্নীত করা।আজ রোববার (১২ ফেব্রুয়ারি) আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্যে আয়োজিত বাজেট আলোচনায় অংশগ্রহণ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে লিখিত আকারে ১১টি প্রস্তাব জানিয়েছে সিএসই।সিএসইর প্রস্তাবে বলা হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী ডিভিডেন্ড আয়ে বিদ্যমান উৎস কর প্রত্যাহার করা যেতে পারে। কারণ ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানি তার মুনাফার ওপর কর প্রদান করে থাকে। তাই ডিভিডেন্ড প্রদানের সময় পুনরায় কর প্রদান দ্বৈত করের সৃষ্টি করে।কাজেই ডিভিডেন্ড আয়ে উৎস কর পরিহার করা হলে আরও বেশি ডিভিডেন্ড আকারে বিতরণের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া এক স্তর কর কাঠামোর ফলে কর আদায় প্রক্রিয়া আরও সহজতর হবে।১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ধারা ৫৪ ও ৫৬ অনুযায়ী বর্তমানে কোম্পানিকে ২০ শতাংশ, নিবাসী ব্যাক্তি (টিআইএনধারী হলে) ১০ শতাংশ, নিবাসী ব্যাক্তি (টিআইএনধারী না হলে) ১৫ শতাংশ এবং অনিবাসী ব্যাক্তিদের ৩০ শতাংশ হারে কর প্রদান করতে হয়।এছাড়াও বাজেট প্রস্তাবে ব্যাক্তিশ্রেনীর করমুক্ত ডিভিডেন্ড সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকায় উন্নীত করারও প্রস্তাব করা হয়েছে এবং মিউচ্যুয়াল ফান্ড হতে প্রাপ্ত ক্যাশ ডিভিডেন্ড ৫০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করেছে সিএসই।বিদ্যমান আইন অনুযায়ী ব্যাক্তিশ্রেনীর ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানির প্রদত্ত ক্যাশ ডিভিডেন্ড ৫০ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড হতে প্রাপ্ত ক্যাশ ডিভিডেন্ড ২৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে।বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ডিভিডেন্ডের ওপর করমুক্ত আয় সীমা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন বলে মনে করছে সিএসই।সিএসই’র অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিশেষ কর প্রদানের মাধ্যমে বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া, বন্ড থেকে উদ্ভূত আয়কে কর অব্যাহতি প্রদান, এসএসই কোম্পানিগুলোর জন্য নতুন করহার নির্ধারণ, করপোরেট করহারের পূনর্বিন্যাস, একক লেনদেন ও নির্ধারিত নগদ ব্যয় ও বিনিয়োগসীমা পুন:নির্ধারণ, স্টক এক্সচেঞ্জের সদস্যদের ওপর বিদ্যমান আয়কর পুন:নির্ধারণ, ব্যাক্তিশ্রেনীর করদাতাদের করমুক্ত আয় সীমা বাড়ানো, বন্ডে লেনদেনের ওপর কর প্রত্যাহার, পরামর্শ বা কনসালটেন্সি সেবা ও কারিগরি সেবা, সফটওয়্যারের ওপর উৎস কর কর্তন ও মূল্য সংযোজন কর প্রদান এবং এটিবিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কর সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে।

Share this news