আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিকে লোকসান

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্যমতে, আলোচিত হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। যা গত বছর একই সময়ে আয় ছিলো ০১পয়সা।গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫১ টাকা ১১ পয়সা। আগের বছর ছিল ৫১ টাকা ৭৬ পয়সা।এছাড়া, কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৭ পয়সা।