আধা ঘণ্টার বিক্রয়চাপে পুঁজিবাজারে দরপতন
গতকাল দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছিল। ওঠানামা সত্ত্বেও লেনদেনের প্রায় পুরো সময় ধরেই ইতিবাচক অবস্থানে ছিল সূচক। তবে শেষ আধা ঘণ্টার বিক্রয়চাপে দিন শেষে দরপতন ঘটেছে পুঁজিবাজারে। গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স পয়েন্ট হারিয়েছে। সূচক কমলেও এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।বাজার বিশ্লেষকরা বলছেন, অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানির আর্থিক পারফরম্যান্স বিনিয়োগকারীদের হতাশ করেছে। এ অবস্থায় দেশের সামষ্টিক অর্থনীতির বেশকিছু সূচকে অস্থিরতার কারণে সামনের দিনগুলোতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স আরো খারাপ হওয়ার শঙ্কার মধ্যে রয়েছেন বিনিয়োগকারীরা। এর কারণে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা ছিল লক্ষণীয়। তাছাড়া সম্প্রতি যেসব কোম্পানির শেয়ারদর বেড়েছে সেগুলো বিক্রি করে দিয়ে মুনাফা তুলে নেয়ার প্রবণতাও দেখা গেছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। উত্থান-পতন থাকলেও বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত ইতিবাচক অবস্থানে ছিল ডিএসইএক্স। তবে শেষ আধা ঘণ্টায় বিক্রয়চাপ তীব্র হতে শুরু করলে পয়েন্ট হারাতে থাকে সূচক। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩৮৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৩ পয়েন্ট কমে ২ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২৪৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৬ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৪০১ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানেজমেন্ট, ইস্টার্ন হাউজিং, লাফার্জহোলসিম বাংলাদেশ, সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা ও বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের।ডিএসইতে গতকাল ১ হাজার ৪৯৪ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ২৩৫ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত ছিল ২২০টি সিকিউরিটিজের বাজারদর।খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়েছে তথ্যপ্রযুক্তি খাত। ১৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে কাগজ ও মুদ্রণ খাত। মোট লেনদেনের ৯ দশমিক ৬ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাত। আর সেবা ও আবাসন খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৫ শতাংশ। গতকাল পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে সবচেয়ে বেশি ১ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ৩ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল তথ্যপ্রযুক্তি খাত।সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ৩১৫ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৮৮০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত ছিল ১২১টির বাজারদর। গতকাল সিএসইতে ৩৬ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২২ কোটি ৫০ লাখ টাকা।