আবারও ড্রাইভিং সিটে জীবন বিমা

শেয়ারবাজারে তারিকাভুক্ত ৫৬টি বিমা কোম্পানির মধ্যে জীবন বিমা কোম্পানির সংখ্যা মাত্র ১৫টি। এই ১৫টি কোম্পানির শেয়ার লেনদেনই গেলো কিছুদিন ধরে শেয়ারবাজারে নেতৃত্ব দিচ্ছে। শেয়ারদর বৃদ্ধি বা লেনদেনে কোন ক্ষেত্রেই পিছিয়ে ছিলোনা জীবন বিমা কোম্পানিগুলো। শেয়ারবাজারের পতনের ফলে গত দুই তিন দিন ধরে এই কোম্পানিগুলোর তেমন কোন ভুমিকা না থাকলেও আজ আবারও লেনদেনে জীবন বিমা কোম্পানিগুলো সবার উপরে ড্রাইভিং সিটে নেতৃত্ব দিচ্ছে। শেয়ারবাজার বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।জানা গেছে, আজ জীবন বিমা খাতের ১৫টি কোম্পানির মধ্যে শেয়ারদর বাড়তে দেখা গেছে মাত্র একটি কোম্পানির। একটির অপরিবর্তিত থাকলেও কমেছে ১৩টি কোম্পানির শেয়ারদর। এরপরও এই খাত লেনদেনে সবার শীর্ষে অবস্থান করছে। আজ জীবন বিমা খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪১ কোটি ৫৯ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ২২ শতাংশ। আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ১৪ লাখ টাকার।শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, গেলো কয়েকদিন ধরে জীবন বিমা কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে। যার কারণে এখন কোম্পানিগুলোর শেয়ারদর তুলোনা মূলক কিছুটা কমে অবস্থান করছে। এতে করে সাধারণ বিনিয়োগকারীরা কম দামে জীবন বিমা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে শুরু করেছে। যার কারণে আজ এই খাতের কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বেড়েছে। ফলে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। এরই কারণে আজ এই খাতের কোম্পানিগুলো লেনদেনে সবার উপরে নেতৃত্ব দিচ্ছে।এছাড়াও লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাত। আজ এই খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৮ কোটি ৮০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ১২ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত। আজ এই খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ২০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৮.৭৬ শতাংশ।এছাড়াও আজ তথ্য ও প্রযুক্তি খাতে লেনদেন হয়েছে ডিএসইর মোট লেনদেনের ৭.৫৬ শতাংশ, প্রকৌশল খাতে ৬.৯২ শতাংশ, বস্ত্র খাতে ৬.১০ শতাংশ, ভ্রমণ খাতে ৫.০২ শতাংশ, সাধারন বিমা খাতে ৫.১৯ শতাংশ, জ্বালানি খাতে ৪.৮৪ শতাংশ, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৪.৬৪ শতাংশ, চামড়া খাতে ২.২৭ শতাংশ, সিমেন্ট খাতে ১.৮৭ শতাংশ, আবাসন খাতে ১.৬৬ শতাংশ, ব্যাংক খাতে ১.৫৬ শতাংশ এবং সিরামিক, মিউচ্যুয়াল ফান্ড, পাট, আর্থিক প্রতিষ্ঠান ও টেলিযোগাযোগ খাতে ১ শতাংশের কম করে লেনদেন হয়েছে।