আবারো ৬ হাজার ৫০০ পয়েন্টের নিচে সূচক

গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। এদিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স কমে ৬ হাজার ৫০০ পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে গিয়েছে। অবশ্য সূচক কমলেও এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেন বেড়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর ৩ মিনিট পর্যন্ত ইতিবাচক ছিল ডিএসই সার্বিক সূচক ডিএসইএক্স। এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে সূচকটি। এর ৫ মিনিট পর সূচক ঘুরে দাঁড়ায়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিনভরই সূচকে অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে এর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬ পয়েন্ট কমে ৬ হাজার ৪৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৮ পয়েন্ট কমে ২ হাজার ৩০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, সোনালি পেপার মিলস, বাংলাদেশ শিপিং করপোরেশন ও কোহিনূর কেমিক্যালসের শেয়ারের।ডিএসইতে গতকাল ১ হাজার ৪১০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৩টির আর অপরিবর্তিত ছিল ১৭৫টি সিকিউরিটিজের বাজারদর।