৯ শেয়ারের চাহিদা তুঙ্গে : মরিয়া হয়েও কিনতে পারছে না বিনিয়োগকারীরা

লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে আজ মঙ্গলবার ৯ কোম্পানির শেয়ারের চাহিদা তুঙ্গে দেখা যাচ্ছে। এসব কোম্পানির শেয়ার কিনতে মরিয়া হয়ে ওঠেছেন কিছু বিনিয়োগকারী। কিন্তু বিক্রেতা না থাকায় এসব শেয়ার কিনতে পারছেন না তারা। কোম্পানি গুলো হলো- আফতাব অটো, বেস্ট হোল্ডিং, এমারেল্ড অয়েল, ফ্যামিলিটেক্স, ফুওয়াং সিরামিক, জেমিনি সি ফুড, নাভানা সিএনজি, নূরানী ডাইং ও সিকদার ইন্স্যুরেন্স।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, এসব কোম্পানির মধ্যে দুপুর ১২টায় আফতাব অটোর শেয়ার দর সর্বোচ্চ ১০ শতাংশ বা ৪ টাকা ৬০ পয়সা দর বেড়ে সর্বশেষ ৫০ টাকা ৬০ পয়সায় লেনদন হয়।একই ভাবে দুপুর ১২টায় বেস্ট হোল্ডিংসের শেয়ার দর সর্বোচ্চ ১০ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা দর বেড়ে সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সায় লেনদন হয়।এছাড়া দিনের সর্বোচ্চ দর বেড়ে হল্ডে হয়েছে ফু-ওয়াং ফুড, জেমিনি সি ফুড, নাভানা সিএনজি, নূরানী ডাইং ও সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার হলেএকই ভাবে দুপুর ১২টায় সেন্ট্রাল ফার্মার শেয়ার দর সর্বোচ্চ ৯.৯৬ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা দর বেড়ে সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সায় লেনদন হয়।একই ভাবে দুপুর ১২টায় এমারেল্ড অয়েলের শেয়ার দর সর্বোচ্চ ৯.৮৮ শতাংশ বা ৭ টাকা ৭০ পয়সা দর বেড়ে সর্বশেষ ৮৫ টাকা ৬০ পয়সায় লেনদন হয়।একই ভাবে দুপুর ১২টায় ফ্যামিলিটেক্সের শেয়ার দর সর্বোচ্চ ৯.৫২ শতাংশ বা ৪০ পয়সা দর বেড়ে সর্বশেষ ৪ টাকা ৬০ পয়সায় লেনদন হয়।