৮১ টাকা ৬০ পয়সা পর্যন্ত মার্জিনে ইন্ট্রাকো

Date: 2022-10-12 11:00:12
৮১ টাকা ৬০ পয়সা পর্যন্ত মার্জিনে ইন্ট্রাকো
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পাশাপাশি কোম্পানিটি (জুলাই-সেপ্টেম্বর’২২) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। এতে করে কোম্পানিটি নন-মার্জিন থেকে মার্জিনে ফিরেছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে বিনিয়োগকারীরা মার্জিন পাবে ৮১ টাকা ৬০ পয়সা পর্যন্ত। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ টাকা ২০ পয়সায়। বর্তমান দাম থেকে কোম্পানিটির বিনিয়োগকারীরা আরও ৩৩ টাকা ৪০ পয়সা পর্যন্ত মার্জিন সুবিধা পাবে।ডিভিডেন্ড:কোম্পানিটি লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাক‌া ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৮১ পয়সা।প্রথম প্রান্তিক:কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫১ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৩৩ পয়সা।

Share this news