৭ কোম্পানির মুনাফা কমেছে, চারটির বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানির পরিচালনা পর্ষদ নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ও তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সাতটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে, বেড়েছে চারটির।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো—স্যোসাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।এসআইবিএল: ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৭ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১০ টাকা বা ১৩ শতাংশ বেড়েছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৭ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৪ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.১৪ টাকা।স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৯৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.২২ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.২৩ টাকা বা ১০ শতাংশ কমেছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮২ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১১ টাকা বা ১৩ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৫৩ টাকা।অগ্রণী ইন্স্যুরেন্স: ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৩৬ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.২০ টাকা বা ১৫ শতাংশ কমেছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৬০ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৬ টাকা বা ২৭ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫০ টাকা।ইস্টার্ন ব্যাংক: ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৬০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.৭৪ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৪ টাকা বা ৪ শতাংশ কমেছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪৭ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা বা ৫ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.০৪ টাকা।নিটল ইন্স্যুরেন্স: ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.০৫ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৬৬ টাকা বা ৩২ শতাংশ কমেছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৬৮ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩৬ টাকা বা ৫৩ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৩০ টাকা।ঢাকা ব্যাংক: ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৯৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৬৯ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩০ টাকা বা ১৫ শতাংশ বেড়েছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫৬ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৪ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৮২ টাকায়।ডিবিএইচ: ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.০৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪.১৬ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৩ টাকা বা ৩ শতাংশ কমেছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১.৬১ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩৯ টাকা বা ২৪ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৮২ টাকা।এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স: ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.৫০ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বেড়েছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫৩ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৩ টাকা কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৬৮ টাকা।রূপালী ইন্স্যুরেন্স: ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪৯ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা কমেছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৬ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫৩ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৩ টাকা বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮৮ টাকা।ইউনাইটেড ইন্স্যুরেন্স: ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৮০ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৮০ টাকা কমেছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫৯ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৪০ টাকা কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৮৯ টাকা।কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৭০ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা কমেছে। এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫৩ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৫ টাকা বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.০২ টাকা।