৬ কোম্পানি পরিদর্শনে মিললো ভয়াবহ তথ্য : সতর্কতার পরামর্শ

Date: 2024-03-01 08:00:09
৬ কোম্পানি পরিদর্শনে মিললো ভয়াবহ তথ্য : সতর্কতার পরামর্শ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির ফ্যাক্টরি ও প্রধান কার্যালয় সম্প্রতি পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। কোম্পানিগুলোর ফ্যাক্টরি বন্ধের পাশাপাশি প্রধান কার্যালয়ও অন্য কোম্পানির সাইনবোর্ড ঝুলতে দেখেছে ডিএসই পরিদর্শক দল। এসব কোম্পানির শেয়ার কেনার বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলেন, কোম্পানির অস্তিত্ব যেখানে সংকটে জেনে বুঝে সেসব শেয়ারে বিনিয়োগ করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা।আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং অ্যন্ড প্যাকেজিং, ফ্যামিলিটেক্স, উসমানিয়া গ্লাস, রিজেন্ট টেক্সটাইল, দুলামিয়া কটন ও নর্দান জুট মেনুফ্যাক্চারিং।এর মধ্যে ডিএসইর পরিদর্শক দল চলতি মাসের ৪ ফেব্রুয়ারি খুলনা প্রিন্টিং অ্যন্ড প্যাকেজিংয়ের ফ্যাক্টরি ও প্রধান কার্যালয়ে যান। সেখানে তাদের কার্যক্রম বন্ধ দেখতে পান তারাডিএসইর পরিদর্শক দল ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের বর্তমান কার্যক্ষম অবস্থা পরিদর্শনের জন্য যথাক্রমে গত বছরের ২৭ সেপ্টেম্বর ৯ অক্টোবর কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শন করতে গেলে দলটি কারখানাটি বন্ধ দেখতে পায়। একই সঙ্গে দলটি হাউস ১২৭ (তৃতীয় তলা), রোড ১০, ব্লক সি, নিকেতন, গুলশান- ১, ঢাকার প্রধান কার্যালয় পরিদর্শন করলে দেখা যায় যে প্রধান কার্যালয়টি ওলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে আরেকটি কোম্পানি ব্যবহার করছে।এছাড়াও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের কারখানা প্রাঙ্গণ ডিএসইর পরিদর্শক দল গত বছরের ২৬ সেপ্টেম্বর পরিদর্শনকালে দেখতে পায় যে কোম্পানির কার্যক্রম বন্ধ রয়েছে।রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানা প্রাঙ্গণ ডিএসইর পরিদর্শক দল গত বছরের ২৬ সেপ্টেম্বর পরিদর্শনে যায়। পরিদর্শনকালে দলটি দেখতে পায় যে কোম্পানির কার্যক্রম বন্ধ রয়েছে।ডিএসইর পরিদর্শক দল ২৪ সেপ্টেম্বর দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের কারখানা পরিদর্শনে যায়। দলটি কোম্পানির বর্তমান কার্যক্ষম অবস্থা পরিদর্শন করতে গেলে কোম্পানির কারখানায় প্রবেশ করতে পারেনি এবং কারখানাটি সম্পূর্ণভাবে বন্ধ ও সিলগালা করায় আর পরিদর্শন করতে পারেনি।নর্দান জুট মেনুফ্যাক্চারিংয়ের কারখানা প্রাঙ্গণ গত বছরের ৪ সেপ্টেম্বর ও প্রধান কার্যালয় ৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) পরিদর্শক দল বর্তমান কার্যক্ষম অবস্থা পরিদর্শনে যান। দলটি কোম্পানির কারখানা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি।এছাড়া কোম্পানিটির কারখানা প্রাঙ্গণ সম্পূর্ণরূপে বন্ধ থাকায় পরিদর্শন দলটি পরিদর্শন করতে পারেনি। পাশাপাশি ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে দেখা গেছে, হেড অফিস প্রাঙ্গণটি ওএমসি লিমিটেড ব্যবহার করছে।

Share this news