৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে রহিমা ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে পরিচালক ও সহযোগী কোম্পানি বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে রহিমা ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭ পয়সা। পরিচালন কার্যক্রম বৃদ্ধির কারণে সর্বশেষ হিসাব বছরে ইপিএস বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এ বছরে ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৫৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৯ টাকা ২৯ পয়সায়।সর্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৭ পয়সা।