৫ কর্মদিনে ৩৬ শতাংশ দর বেড়েছে শেয়ারটির

Date: 2024-02-11 08:00:10
৫ কর্মদিনে ৩৬ শতাংশ দর বেড়েছে শেয়ারটির
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকা। দৈনিক গড় হিসাবে যা ছিল ৮ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকা। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত ২৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ২১ টাকা ৩০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩১ টাকা ৫০ পয়সায়।আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৮ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বাংলাদেশ ফাইন্যান্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৭২ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিডি ফাইন্যান্স। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও বাকি ৬ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০২০ হিসাব বছরেও কোম্পানি ৬ শতাংশ নগদের পাশাপাশি ৬ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর আগে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি বছর ১০ শতাংশ হারে স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।২০০৭ সালে শেয়ারবাজারে আসা আর্থিক প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮৮ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৯ কোটি ৪৮ লাখ টাকা।কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ২৬৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ২০ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৯২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৩ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।ডিএসইতে গত বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারের সমাপনী দর ছিল ৩১ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৯ টাকা ২০ পয়সা ও ৪৪ টাকা ১০ পয়সা।

Share this news