৫ কর্মদিনে ৩৩ শতাংশ দর বেড়ে শেয়ারটির চমক!

Date: 2023-10-06 21:00:07
৫ কর্মদিনে ৩৩ শতাংশ দর বেড়ে শেয়ারটির চমক!
প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩২ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৫৭ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, গত ১ অক্টোবর দেশবন্ধু পলিমারের শেয়ারদর ছিল ২২ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৮০ পয়সা। গত এক বছরের শেয়ারটি ১৫ টাকা ৫০ পয়সা থেকে ৩৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২০ পয়সায়।সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশবন্ধু পলিমার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ২০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ২১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৭ পয়সা।সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

Share this news