৫ কোম্পানির উৎপাদন বন্ধ, বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার পরামর্শ

Date: 2024-01-04 08:00:10
৫ কোম্পানির উৎপাদন বন্ধ, বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার পরামর্শ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানি সম্প্রতি পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।বিএসইসির অনুমতি সাপেক্ষে ডিএসইর পরিদর্শক দল ওই কোম্পানিগুলো পরিদর্শন করেছে। পরিদর্শনে পাঁচটি কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ পায়। দুটি কোম্পানির কারখানায় তালা থাকায় প্রবেশ করতে পারেনি।জানা যায়, উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্স, রিজেন্ট টেক্সটাইল, উসমানিয়া গ্লাস, দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ও জাহিনটেক্স।এ ছাড়া নর্দান জুট ম্যানুফ্যাকচারিং ও দুলামিয়া কটন স্পিনিং উভয় কোম্পানির কারখানার প্রবেশদ্বারে তালা থাকায় প্রবেশ করতে পারেনি ডিএসই পরিদর্শন দল।এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। তারা বলেন, কোম্পানির যদি উৎপাদনই বন্ধ থাকে তাহলে ওই কোম্পানির লোকসান ছাড়া অন্য কোনো ভাবে বৈধ উপায়ে আয়ের সুযোগ থাকে না। আর যে কোম্পানির আয় নেই সেসব কোম্পানিতে বিনিয়োগের কোনো মানেই হয় না। কারণ কেউ জেনে বুঝে লোকসান করবে না। সবাই শেয়ারবাজারে আসে লাভের আশাতেই। তাই কারো খপ্পরে না পড়ে দেখে শুনে এসব তথ্য জেনে বিনিয়োগের পরামর্শ দেন তারা।

Share this news