৫ বছরের এজিএমের অনুমতি পেলো সি অ্যান্ড এ টেক্সটাইল

Date: 2023-06-20 17:00:07
৫ বছরের এজিএমের অনুমতি পেলো সি অ্যান্ড এ টেক্সটাইল
শেয়ারবাজারে তালিকাভুক্ত সি অ্যান্ড এ টেক্সটাইলের স্থগিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি দেওয়া হয়েছে। কোম্পানিটি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫ বছরের এজিএম করেনি। যা এখন করতে বাধা নেই।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আদালতের নির্দেশের ৮ সপ্তাহের মধ্যে এজিএমের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করতে হবে কোম্পানিটিকে। স্থগিত এজিএমের জন্য পর্ষদ সভার তারিখ জানায়নি কোম্পানিটি।গার্মেন্টস এবং টেক্সটাইল বিভাগে সব যন্ত্রপাতির পরীক্ষা সম্পন্ন করেছে সি অ্যান্ড এ টেক্সটাইল। এছাড়া পরীক্ষামূলক উৎপাদনও সম্পূর্ণ করেছে। কোম্পানির বাল্ক উৎপাদন আসন্ন ঈদের পর শুরু করতে পারবে বলে আশা করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

Share this news