৪৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ই-জেনারেশন লিমিটেডের শীর্ষ চার কর্মকর্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানির এই চার শীর্ষ কর্মকর্তা কোম্পানির ৪৭ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা যায়, কোম্পানিটির চেয়ারম্যান এসএম আশরাফুল আলম তার হাতে থাকা ২ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ার বিক্রি করবেন। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান তার হাতে থাকা ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৬৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রি করবেন।অন্যদিকে, কোম্পানিটির পরিচালক সাইয়্যেদা কামরুন নাহার আহমেদ তার হাতে থাকা ৬০ লাখ ৩ হাজার ২৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।পাশাপাশি কোম্পানিটির করপোরেট পরিচালক ই-জেনারেশন সোসিং লিমিটেডের হাতে থাকা ৪০ লাখ ১৪ হাজার ৮২ শেয়ারের মধ্যে ২৫ লাখ শেয়ার বিক্রি করবে বলে ডিএসইকে জানিয়েছেন।কোম্পানির এই চার শীর্ষ কর্মকর্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক/ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।