৪০% লভ্যাংশ দেবে কোহিনূর কেমিক্যালস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের ইপিএস হয়েছে ১২ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ১৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৮ টাকা ৩৩ পয়সায়।এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২২ ডিসেম্বর বিকাল ৪টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর।