৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২২ নভেম্বর, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, তাল্লু স্পিনিং মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।LankaBangla securites single pageকোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৪ নভেম্বর, বৃহস্পতিবার। আলোচ্য কোম্পানির রেকর্ড তারিখ ২৭ নভেম্বর, বৃহস্পতিবার।অন্যদিকে তাল্লু স্পিনিং ও মিথুন নিটিং জেড ক্যাটাগরির হওয়ায় স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৭ নভেম্বর। এই দুই কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৮ নভেম্বর, সোমবার নির্ধারণ করা হয়েছে।আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।