৩৫ কোম্পানির লেনদেন বন্ধ কাল

Date: 2022-11-15 20:00:13
৩৫ কোম্পানির লেনদেন বন্ধ কাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ১৭ নভেম্বর, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- জাহিন টেক্সটাইল, ভিএফএস থ্রেড ডাইং, সোনালী পেপার, সী পার্ল বীচ, সায়হাম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, রংপুর ফাউন্ডারি, ন্যাশনাল টি কোম্পানি, ন্যাশনাল পলিমার, এল.এল ডাইং, এমজেএলবিডি, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, জেনারেশন নেক্সট, জিকিউ বলপেন, ফাইন ফুডস, ফার কেমিক্যাল, এনার্জি প্যাক পাওয়ার, ইভিন্স টেক্সটাইল, ডেসকো, ড্যাফোডিল কম্পিউটার্স, বিকন ফার্মা, বিডিকম অনলাইন, বাটা সু, আর্গন ডেনিম, আনলিমা ইয়ার্ন, এএমসিএল প্রাণ, অগ্নি সিমেস্টমস, এএফসি অ্যাগ্রো, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাক্টিভ ফাইন, এসিআই ফরমুলেশন, এসিআই ও আমান কটন ফাইবার্স লিমিটেড।LankaBangla securites single pageরেকর্ড ডেটের পর আগামী ১৯ নভেম্বর, রোববার থেকে কোম্পানিগুলোর লেনদেন চালু হবে।

Share this news