৩০ লাখ শেয়ার কেনাবেচার ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের কর্পোরেট পরিচালক ও উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটির উদ্যোক্ত পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলামের কাছে থাকা কোম্পানিটির ৬৭ লাখ ১৩ হাজার ৫০৬টি শেয়ারের মধ্যে ৩০ লাখ শেয়ার তিনি বিক্রি করবেন।অন্যদিকে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক এনজে হোল্ডিংস লিমিটেড ৩০ লাখ শেয়ার কিনবেন।আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার তারা ক্রয় ও বিক্রয় সম্পন্ন করবেন।