৩ বছরের বেশি সময় ধরে ব্যবসা হারাচ্ছে প্যাসিফিক ডেনিমস

Date: 2023-03-04 06:00:21
৩ বছরের বেশি সময় ধরে ব্যবসা হারাচ্ছে প্যাসিফিক ডেনিমস
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমস লিমিটেড সর্বশেষ তিন বছরেরও বেশি সময় ধরে ব্যবসা খারাপ করছে। এ সময়ে ধারাবাহিকভাবে প্রতি বছরই কোম্পানিটির বিক্রি কমতে দেখা গেছে। আর বিক্রি কমার পাশাপাশি বছরগুলোতে কর-পরবর্তী নিট মুনাফাও হ্রাস পেয়েছে। এমনিক চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধেও (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির বিক্রি কমার পাশাপাশি নিট মুনাফা কমেছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০১৯-২০ হিসাব বছর থেকে টানা ব্যবসা কমছে প্যাসিফিক ডেনিমস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির বিক্রি হয়েছিল ১৯৪ কোটি ১৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ বিক্রি হয়েছিল ২২৮ কোটি ১৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৩৪ কোটি টাকা বা ১৪ দশমিক ৯০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ২৫ কোটি ৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩৪ কোটি ৭৩ লাখ টাকা। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ২১ কোটি ৪০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১২ কোটি ৫৬ লাখ টাকা বা ৫৮ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩০ পয়সা। আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর আগের হিসাব বছরে যেখানে ১৪ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা। আলোচ্য হিসাব বছরের ধারাবাহিকতায় পরের বছর অর্থাৎ ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আরো ১৪ দশমিক ১৩ শতাংশ কমে হয়েছে ১৬৬ কোটি ৭৬ লাখ টাকা। টাকার অংকে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ২০ কোটি ৭০ লাখ টাকা। আর বিভিন্ন খরচ শেষে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি টাকা। এ মুনাফা আগের হিসাব বছরের চেয়ে ৪ কোটি ৮৩ লাখ টাকা বা ৫৪ দশমিক ৬৫ শতাংশ কম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা। এ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদের পাশাপাশি ১ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আরো কমে হয়েছে ১৫৮ কোটি ৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৮ কোটি ৭০ লাখ টাকা বা ৫ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ১৯ কোটি টাকা। আর বিভিন্ন খরচ শেষে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৫০ লাখ টাকা। এ মুনাফা আগের হিসাব বছরের চেয়ে ৫১ লাখ টাকা বা ১২ দশমিক ৮২ শতাংশ কম। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা। এ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির বিক্রি হয়েছে ৭৬ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ বিক্রি ছিল ৮১ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৫ কোটি ১৪ লাখ টাকা বা ৬ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৫৭ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ১০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১ কোটি ৫২ লাখ টাকা বা ৩৭ দশমিক ১৮ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা। আলোচ্য সময়ে মুনাফা কমার কারণ হিসেবে প্যাসিফিক ডেনিমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। এছাড়া এ সময়ে গ্যাসের চাপ কম থাকা এবং মাঝে মাঝে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তাদের উৎপাদন ব্যাহত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যয় বৃদ্ধির চাপে আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা তথা ইপিএস কমে গেছে। ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮৩ কোটি ৫৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬৪ কোটি ৬৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১৪৩। এর মধ্যে ৩০ দশমিক ১২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩ দশমিক ২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৬ দশমিক ৬১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।ডিএসইতে গত বৃহস্পতিবার প্যাসিফিক ডেনিমস শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।সর্বশেষ অনিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৫২ দশমিক ১১, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৩৫ দশমিক ৩৬।

Share this news