২০২৪ সালের প্রথম প্রান্তিক মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

Date: 2024-05-23 01:00:08
২০২৪ সালের প্রথম প্রান্তিক মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের
আর্থিক খাতে চলমান নানা সংকটের মধ্যেও চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে। ব্যাংকগুলোর মধ্যে মুনাফায় রয়েছে ৩৩টি। এর মধ্যে ২৪টির গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে। ৯টির মুনাফা কমেছে। লোকসান করেছে এনবিএল ও আইসিবি ইসলামিক ব্যাংক। ব্যাংকগুলোর প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ৩৬টি। এর মধ্যে সরকারি রূপালী ব্যাংক বাদে সবগুলো গত ৩০ মার্চ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, লোকসানি দুই ব্যাংক বাদে বাকি ৩৩টির গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ৩৪৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ২২১ কোটি টাকা। মুনাফা বেড়েছে ২২৫ কোটি টাকা বা ১০ দশমিক ৬৩ শতাংশ। অর্থনীতির খারাপ অবস্থার মধ্যেও ব্যাংকগুলাের মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখ্যায় একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান সমকালকে বলেন, মূলত বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং ট্রেজারি বিল বন্ডে সুদ আয় মুনাফা বৃদ্ধির অন্যতম কারণ।এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক নীতির কারণে আমদানি কমছে। আমদানি থেকে ব্যাংকগুলোর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে। এর মধ্যেও সামগ্রিকভাবে ব্যাংকগুলোর মুনাফা বেশ বেড়েছে। আবার অধিকাংশ ব্যাংকের মুনাফা এমন এক সময় বাড়ল যখন উৎপাদন ও সেবামুখী কোম্পানিগুলোর অধিকাংশের মুনাফা কমেছে বা লোকসান করেছে। গত প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ ধরনের ২৩০ কোম্পানির মধ্যে ৬৪টির মুনাফা কমেছে এবং লোকসান করেছে ৫৫টি। এ অবস্থার জন্য কোম্পানিগুলো ডলার এবং বিদ্যুৎ ও গ্যাসের দর বৃদ্ধিকে দায়ী করেছে।নিট মুনাফা বেড়েছে এমন ব্যাংকের তালিকায় রয়েছে আল আরাফাহ্, ব্র্যাক, দ্য সিটি, ঢাকা, ডাচ্‌-বাংলা, ইস্টার্ন, এক্সিম, গ্লোবাল ইসলামী, যমুনা, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট, এনআরবি, ওয়ান, প্রিমিয়ার, প্রাইম, পূবালী, সাউথ বাংলা, শাহজালাল ইসলামী, স্যোসাল ইসলামী, স্ট্যান্ডার্ড, ট্রাস্ট, ইউসিবি এবং উত্তরা ব্যাংক। এনআরবি ব্যাংক গত বছরের শেয়ারপ্রতি ৫৯ পয়সা লোকসান থেকে এ বছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ২ পয়সা মুনাফা করেছে বলে তথ্য দিয়েছে। সর্বাধিক ১১৪ শতাংশ বৃদ্ধির তথ্য দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। গত বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ছিল ৭ পয়সা, যা এ বছর ১৫ পয়সা হয়েছে। ব্র্যাক ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৭০ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৮৯ পয়সা। বেড়েছে ৯১ শতাংশ।ব্র্যাক ব্যাংকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংকটির নিট সুদ আয় ৩৩ কোটি টাকা বা পৌনে ৭ শতাংশ কমেছে। তবে বিনিয়োগ, কমিশন, ব্রোকারেজ ও বিনিময় খাত থেকে ৪৪৪ কোটি টাকা মুনাফা করেছে; যা গত বছরের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি। পরের অবস্থানে থাকা এক্সিম ব্যাংকের মুনাফা ৭১ শতাংশ বেড়েছে। ওয়ান ব্যাংকে বেড়েছে ৪৮ শতাংশ। সাউথ বাংলার ৪৩ শতাংশ এবং গ্লোবাল ইসলামীর বেড়েছে ৪০ শতাংশ। পর্যায়ক্রমে ইউসিবির ৩৭ শতাংশ, ইবিএলের ৩৫ শতাংশ, ট্রাস্টের ৩১ শতাংশ, পূবালীর ৩১ শতাংশ, সোস্যাল ইসলামীর ২৮ শতাংশ, ঢাকা ব্যাংকের ২৬ শতাংশ, প্রাইমের ২৬ শতাংশ, যমুনার ২৩ শতাংশ এবং আল আরাফাহ্‌ ইসলামীর ২১ শতাংশ মুনাফা বেড়েছে। মুনাফায় থাকলেও গত বছরের একই সময়ের তুলনায় কমেছে এনসিসি ব্যাংকের। প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে মাত্র ১৫ পয়সা। গত বছর ছিল ৬৭ পয়সা। মিডল্যান্ড ব্যাংকের ইপিএস ২৮ পয়সা থেকে ১২ পয়সায় নেমেছে। এনআরবিসির ৯৮ পয়সা থেকে ৪৪ পয়সায় এবং ব্যাংক এশিয়ার ১ টাকা ১৪ পয়সা থেকে ৬৭ পয়সায় নেমেছে ইপিএস। সাউথইস্ট ব্যাংকের ইপিএস ১ টাকা ১৪ পয়সা থেকে ৭২ পয়সায় এবং আইএফআইসির ৩৪ পয়সা থেকে ২২ পয়সায় নেমেছে। একইভাবে ইসলামী, এবি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে।

Share this news