২ কর্মদিনে ১০২ ও ১৯ দিনে ৩০০ টাকা বাড়লো জেমিনির শেয়ার দর

Date: 2023-04-15 21:00:12
২ কর্মদিনে ১০২ ও ১৯ দিনে ৩০০ টাকা বাড়লো জেমিনির শেয়ার দর
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চমকের পর চমক দেখিয়ে চলেছে জেমিনি সি ফুড। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৫২ টাকা ৭০ পয়সা দর বেড়ে জেমিনি সি ফুডের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭৫৬ টাকা ২০ পয়সায়।ডিএসই সূত্রে জানা যায়, আগের কার্যদিবস গত বৃহস্পতিবার শেয়ারটির দর ছিল ৬৫৪ টাকা ৫০ পয়সা যা আজ রোববার বেড়ে হয়েছে ৭৫৬ টাকা ২০ পয়সা। অর্থাৎ দুই কার্যদিবসে দর বেড়েছে ১০২ টাকা উপরে।আর গত ২৮ মার্চ এ শেয়ারের দর ছিল ৪৫৬ টাকা ৭০ পয়সা। আর আজ রোববার ১৬ এপ্রিল তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৬ টাকা ২০ পয়সায়। এ হিসেবে ১৯ দিনে শেয়ারটির দর বেড়েছে ২৯৯ টাকা ৫০ পয়সা বা প্রায় ৩০০ টাকা।ডিএসইতে সর্বোচ্চ দর বাড়া কোম্পানির চতুর্থ স্থানে ছিল জেমিনি সি ফুড।টপটেন গেইনারের শীর্ষে ছিল নাভানা ফার্মা, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন, তৃতীয় ন্যাশনাল টি, চতুর্থ জেমিনি সি ফুড, পঞ্চম মেট্রো স্পিনিং, ষষ্ঠ বিডি অটোকারস, সপ্তম ন্যাশনাল ফিড মিল, অষ্টম হামিদ ফেব্রিক্স, নবম আমরা নেটওয়ার্ক ও দশম স্থানে ছিল জেএমআই হসপিটাল।

Share this news