২ কোম্পানির বুধবার লেনদেন চালু

Date: 2024-06-12 21:00:11
২ কোম্পানির বুধবার লেনদেন চালু
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ ও ফার্মা এইডস লিমিটেডের বুধবার শেয়ার লেনদেন চালু হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ বৃহস্পতিবার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে কোম্পানি ২টি। আগামীকাল বুধবার এ কোম্পানি ২টির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।

Share this news