২ কোম্পানির বিক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এত কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- আফতাব অটোস ও নাভানা সিএনজি লিমিটেড।LankaBangla securites single pageসূত্র মতে, আজ বেলা ১২টা ১২ মিনিট পর্যন্ত আফতাব অটোসের স্ক্রিনে ৩ লাখ ৭৫ জার ২৬৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়।এদিকে একই সময়ে নাভানা সিএনজির স্ক্রিনে ৭৯ হাজার ৯৬৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।