২ ঘণ্টায় লেনদেন ৪১১ কোটি টাকা

বুধবার (১৭ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ২ ঘন্টায় অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, দুপুর ১২ টায় ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে। এছাড়াও, ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, দর কমেছে ৫৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৭১ লাখ টাকা।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮০২ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ১৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, দর কমেছে ৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৬ লাখ ১ হাজার ৯০৩ টাকা।