১৯ কর্মদিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৭৯ টাকা!

Date: 2023-08-28 21:00:07
১৯ কর্মদিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৭৯ টাকা!
মাত্র ১৯ কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫৭৯ টাকা। কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে বলে মনে করে সিএসই।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ ব্যাপারে নোটিশ দিলে কোম্পানিটি এ তথ্য জানায়।সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৮ আগস্ট সিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়ছে।গত ১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯৭৮.২০ টাকায়। আর ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৫৭৫.২০ টাকায়। অর্থাৎ এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫৭৯ টাকা বা ৬১.০৩ শতাংশ বেড়েছে।

Share this news