১৬৬ কোটি টাকার শেয়ার ইস্যু করবে সাবমেরিন কেবল

Date: 2024-09-17 17:00:09
১৬৬ কোটি টাকার শেয়ার ইস্যু করবে সাবমেরিন কেবল
শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস সরকারের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করবে। এজন্য প্রতিটি শেয়ারে মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। অভিহিত মূল্যে ১০ টাকার সাথে ৬৫ টাকা প্রিমিয়াম নেয়া হবে। এক্ষেত্রে মোট ১৬৬ কোটি টাকার শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।গত ১০ সেপ্টেম্বর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২০তম কমিশন সভায় কোম্পানিটিকে শেয়ার ইস্যু করার অনুমতি দেওয়া হয়।কোম্পানিটি শেয়ারমানি অর্থের বিপরীতে ইস্যুকৃত শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এর অনুকূলে ইস্যু করবে।

Share this news