১৬ দিনে সাড়ে ৬১ শতাংশ শেয়ার দর বাড়লো কোম্পানিটির!

অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ডিএসইর মাধ্যমে জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।জানা যায়, গত ১৯ জুনের পর থেকে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল বুধবার লেনদেন শেষে এ দর দাঁড়িয়েছে ১৬ টাকায়। সে হিসাবে ১৬ দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৬১ দশমিক ৬২ শতাংশ।আলোচ্য সময়ের মধ্যে গতকাল কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি ১ কোটি ২০ লাখ ১৯ হাজার ৬১১টি লেনদেন হয়েছে।