১৩% দর হারিয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

Date: 2023-03-03 16:00:19
১৩% দর হারিয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
গত বছরের ডিসেম্বরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল) শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৩৫ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে এ দর কমে দাঁড়িয়েছে ৩১ টাকা ৮০ পয়সায়। সে হিসাবে পাঁচ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ১১ দশমিক ৩২ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৪ কোটি ৮৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৯৭ লাখ ৩ হাজার ২০০ টাকা। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে গত বছরে ১৮ ডিসেম্বর থেকে ডিএসইতে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। ওই বছরের ১৫ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৮তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সর্বমোট ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। এরই মধ্যে আইপিওর মাধ্যমে অনুমোদিত অর্থ উত্তোলন করেছে কোম্পানিটি। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

Share this news