১২৫ টাকায় বেক্সিমকোর লেনদেন
: দীর্ঘদিন বেক্সিমকো লিমিটেডের শেয়র দর ১১৫.৬০ টাকায় ফ্লোরে পড়ে রয়েছে। যাদের শেয়ার কেনা-বেচার প্রয়োজন হয়েছে তারা ব্লক মার্কেটে কম দরে শেয়ার কিনে নিয়েছে। কিন্তু আজ ১২ জানুয়ারি বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর ব্লক মার্কেটে ১০ টাকা বৃদ্ধি পেয়ে ১২৫ টাকায় লেনদেন হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সপ্তাহের পঞ্চম বা শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার বেশি লেনদেন করে চমক দেখিয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন ব্লকে ৫৩ কোম্পানির ৫৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬ লাখ টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সী-পার্ল। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৩ কোটি ৮২ লাখ টাকার।তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালি পেপার। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৩ কোটি ৩৭ লাখ টাকার।চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ২ কোটি ৫৪ লাখ টাকার।পঞম সর্বোচ্চ লেনদেন হয়েছে ইন্ট্রাকো। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ২ কোটি ৩৯ লাখ টাকার।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- বিকন ফার্মার ২ কোটি ২০ লাখ, এডিএন টেলিকমের ১ কোটি ৯৮ লাখ, স্যালভো কেমিক্যালের ১ কোটি ৯৫ লাখ, পাওয়া গ্রীডের ১ কোটি ৩২ লাখ, জেএমআই হাসপাতালের ১ কোটি ২৮ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।