১২% শেয়ারদর বেড়েছে দেশবন্ধু পলিমারের

দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১২ দশমিক ২০ শতাংশ বেড়েছে। এর ভিত্তিতে আলোচ্য সপ্তাহে ডিএসই শীর্ষ দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। গত সপ্তাহের শুরুতে ডিএসইতে দেশবন্ধু পলিমারের শেয়ারদর ছিল ২৮ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ২০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৩৮ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।