১২ কর্মদিনে খাদ্য খাতের শেয়ারটির দর বেড়েছে ২২৬ টাকা

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত এপেক্স ফুডস লিমিটেডের শেয়ার দর গত ১২ কার্যদিবসে বেড়েছে প্রায় ২২৬ টাকা বা ২২৫.৯ টাকা। একই সঙ্গে গত সপ্তাহের ৫ কার্যদিবসে সর্বোচ্চ দর বাড়া দশ কোম্পানির শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার।ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ এপ্রিল এপেক্স ফুডসের শেয়ার দর ছিল ২৭৩ টাকা ৭০ পয়সা। আর গত ১০ মে তা দর বেড়ে ৪৯৯ টাকা ৬০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে দর বেড়েছে ২২৫ টাকা ৯০ পয়সা। অবশ্য এরপর দিন অর্থাৎ ১১ মে ওই শেয়ারের দর কিছুটা কমে ৪৯০ টাকা ১০ পয়সায় স্থির হয়।আর গত সপ্তাহের ৫ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৭.৭০ শতাংশ। ওই সপ্তাহে অ্যাপেক্স ফুডসের লেনদেন হয়েছে মোট ৬৮ কোটি ৮১ লাখ ১৭ হাজার টাকা।এছাড়া ২৫ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক টপটেন গেইনার কোম্পানির দ্বিতীয় স্থানে ছিল হা-ওয়েল টেক্সটাইল। এরপর পর্যায়ক্রমে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং, ইন্ট্রাকো রিফ্যুয়েলিং, ইয়াকিন পলিমার ও মিডল্যান্ড ব্যাংক।