১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে অরিজা এগ্রো

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্মল ক্যাপিটাল প্লাটফর্মের কোম্পানি অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে বিবিধ খাতের কোম্পানিটি।তথ্য অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের হিসাব বছরে যেখানে ইপিএস ছিল ১ টাকা ৫৬ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩৭ পয়সা বা ২৩ দশমিক ৭২ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫০ পয়সায়। যেখানে আগের হিসাব বছর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছিল ১৮ টাকা ৬৩ পয়সায়।এদিকে ঘোষিত এ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ডিএসইর স্মল ক্যাপিটাল প্লাটফর্মে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। এর আগে ওই বছরের ১৪ জুলাই বিএসইসির ৭৮৪তম কমিশন সভায় অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়। পরবর্তী সময়ে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ার ইস্যু করে ১০ কোটি টাকা উত্তোলন করেছে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকঋণ পরিশোধ, কার্যকর মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।