১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

Date: 2023-04-12 01:00:13
১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেডের প্লেসমেন্টহোল্ডার ইজেনারেশন সলিউশনস লিমিটেড কোম্পানিটির ১০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর মূল ও ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করবে এ প্লেসমেন্টহোল্ডার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ইজেনারেশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭৭ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৮ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮৫ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে উদ্যোক্তা ও পরিচালকদের বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ইজেনারেশন। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৬১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৬৭ পয়সায়, আগের অর্থবছর শেষে যা ছিল ২০ টাকা ৮৬ পয়সা।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ অর্থবছরেও উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা।

Share this news