১০ কোম্পানিতে বড় ধরনের মুনাফা!

Date: 2023-08-06 17:00:09
১০ কোম্পানিতে বড় ধরনের মুনাফা!
ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বেশকিছু ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া দরপতন ঠেকাতে ২০২২ সালের ৩১ জুলাই ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছিল শেয়ারবাজারে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এই সিদ্ধান্ত এক বছর পূর্ণ হয়েছে গত ৩০ জুলাই (রোববার)। ফ্লোর প্রাইসের সুযোগে অনেক কোম্পানির শেয়ার দর অতিরঞ্জিত বেড়েছে।গত এক বছরে ১৮১টি কোম্পানির শেয়ারের মুনাফা হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির মুনাফা ৫ হাজার ৯৩ কোটি টাকা।কোম্পানিগুলো হল-চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সগত বছরের ৩০ অক্টোবর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বিমা খাতের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। সেই দিন কোম্পানির শেয়ার ছিল ১১ টাকা। আর এই শেয়ার গত ৩০ জুলাই লেনদেন হয়েছে ৬৭ টাকা ২০ পয়সায়। অর্থাৎ মাত্র ৯ মাসে প্রতিটি শেয়ারের মূল্য ৫৬ টাকা ২০ পয়সা করে বেড়েছে। যা টাকার অংকে প্রায় সাড়ে পাঁচ গুণ। অর্থাৎ শতাংশের হিসেবে বেড়েছে ৫২০ শতাংশ।শেয়ারের দাম বাড়ায় ৪১ কোটি ২৫ লাখ টাকার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ২৫২ কোটি টাকা। অর্থাৎ ২১১ কোটি টাকা মুনাফা হয়েছে কোম্পানির শেয়ারহোল্ডারদের।ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সবিমা খাতের আরেক কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার চলতি বছরের ১১ মে লেনদেন শুরু হয় ১১ টাকায়। ওই দিন কোম্পানির শেয়ার মূলধন ছিল ৪৪ কোটি টাকা। সেখান থেকে মাত্র আড়াই মাসের ব্যবধানে শেয়ারটির মূল্য ৫২ টাকা ৫০ পয়সা বেড়ে ৬৩ টাকা ৫০ পয়সা হয়েছে। যা শতাংশের হিসেবে বেড়েছে ৪৭৭ দশমিক ২৭ শতাংশ। বা প্রায় পাঁচগুণ। তাতে মূলধন দাঁড়িয়েছে ২৫৪ কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগকারীদের ২১০ কোটি টাকা ক্যাপিটাল গেইন হয়েছে।সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা৩০ জুলাই ২০২২ সালে ভ্রমণ খাতের প্রতিষ্ঠান রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ারের ফ্লোর প্রাইস ছিল ৪৪ টাকা। সেখান থেকে এক বছরে শেয়ারটির মূল্য ১৭৬ টাকা বেড়ে গত ৩০ জুলাই লেনদেন হয়েছে ২২০ টাকায়। শতাংশের হিসেবে ৪০০ শতাংশ বেড়েছে। গত এক বছরে কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের মুনাফা বেড়েছে ২ হাজার ১২৫ কোটি টাকা।এমারেল্ড অয়েলগত বছরের ৩০ জুলাই এমারেল্ড অয়েল কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস ছিল ৩০ টাকা। তখন কোম্পানির বাজার মূল্য ছিল ১৭৯ কোটি ১৪ লাখ ৫ হাজার টাকা। সেই শেয়ার গত এক বছরে ১১৭ টাকা ১০ পয়সা বেড়ে চলতি বছরের ৩০ জুলাই লেনদেন হয়েছে ১৪৭ টাকা ১০ পয়সা। তাতে কোম্পানির বাজার মূল্য দাঁড়ায় ৮৭৮ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ শেয়ার প্রতি ১১৭ টাকা ১০ পয়সা বেড়েছে। যা শতাংশের হিসেবে ৩৯০ দশমিক ৩৩ শতাংশ। এক বছরের ব্যবধানে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৬৯৯ কোটি টাকা।গত এক বছরে ১৮১টি কোম্পানির শেয়ারে মুনাফা হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির মুনাফা হয়েছে ৫ হাজার ৯৩ কোটি টাকা।নাভানা ফার্মানাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ছিল ২৬ টাকা ৪০ পয়সা। সে সময় কোম্পানির বাজার মূল্য ছিল ২৮৩ কোটি ৫৭ লাখ ৮৮ হাজার ১২৮ টাকা। সেখান থেকে ৭০ টাকা ৬০ পয়সা বেড়ে ৩০ জুলাই কেনা বেচা হয় ৯৭ টাকায়। তাতে কোম্পানির শেয়ারের মোট মূল্য দাঁড়ায় ১ হাজার ৪১ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪৯ টাকা। যা শতাংশের হিসেবে বেড়েছে ৩০৬ দশমিক ৬ শতাংশ। দাম বাড়ায় এক বছরের ব্যবধানে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৭৫৮ কোটি টাকা।খান ব্রাদার্স পিপিখান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারে ছিল ৯ টাকা ৯০ পয়সায়। ফলে কোম্পানির বাজার মূল্য ছিল ৯৭ কোটি ৯ লাখ ৯০ হাজার ৭৮২ টাকা। এ বছরের ব্যবধানে ৯ টাকার শেয়ার ২৩ টাকা ৬০ পয়সা বেড়ে ৩০ জুলাই লেনদেন হয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা। তাতে কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে ৩২৮ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৮৭৯ টাকায়। অর্থাৎ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ২৩৮ দশমকি ৩৮ শতাংশ। তাতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ২৩১ কোটি টাকা।ইসলামী কর্মাশিয়াল ইনস্যুরেন্সইসলামী কর্মাশিয়াল ইনস্যুরেন্স কোম্পানি শেয়ারের মূল্য ছিল ১১ টাকা। সেখান থেকে ২৫ টাকা ৬০ পয়সা বেড়ে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ টাকা ৬০ পয়সা। তাতে কোম্পানির ২৩২ দশমকি ৭৩ শতাংশ। গত বছর ৩০ জুন কোম্পানির বাজার মূল্য ছিল ৫৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ৪২৬ টাকা। সেখান থেকে ১৩০ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ২৩৫ টাকা। অর্থাৎ বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন হয়েছে ১৩০ কোটি টাকা।দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সিফুডের শেয়ার ৩১৬ টাকা ৪০ পয়সা থেকে ৪৮২ টাকা ৮০ পয়সা বেড়ে ৭৯৯ টাকা ২০ পয়সা হয়েছে। অর্থাৎ ১৫২ দশমকি ৫৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।ওরিয়ন ইনফিউশনওরিয়ন ইনফিউশনের শেয়ার ১০৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ২৪৮ টাকা ৩০ পয়সা বেড়ে ৩৫৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। তাতে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ২৩১ দশমিক ৪১ শতাংশ। অর্থাৎ কোম্পানির শেয়ারের মুনাফা হয়েছে ৫০৫ কোটি টাকা।লিগেসি ফুটওয়ার৯০ টাকা ৬০ পয়সা বেড়ে লিগেসি ফুটওয়ারের শেয়ার ৩৯ টাকা ৪০ পয়সা থেকে ৯০ টাকা ৬০ পয়সা বেড়ে ১৩০ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারের মূল্য বেড়েছে ২২৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ১১৯ কোটি টাকা।এছাড়াও দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে একটি ফাইন ফুড। এই কোম্পানির শেয়ার ২০২২ সালে ৩০ জুলাই ছিল ৪৪ টাকা ৩০ পয়সা। সেখান থেকে ৭৫ টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ টাকা ৪০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দাম বেড়েছে ১৬৯ দশমিক ৫৩ শতাংশ। তাতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ১০৫ কোটি টাকা।রূপালী লাইফের শেয়ার ৬৩ টাকা থেকে ৯৯ টাকা বেড়ে ১২৫ টাকা ৩০ পয়সা হয়েছে। অর্থাৎ গত এক বছরে দাম বেড়েছে ৯৮ দশমিক ৮৯ শতাংশ। এভাবেই এই ১০ কোম্পানির শেয়ার থেকে গত এক বছরের বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন বা মুনাফা হয়েছে ৫ হাজার কোটি টাকার বেশি।অন্যদিকে দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সিফুডের শেয়ার ৩১৬ টাকা ৪০ পয়সা থেকে ৪৮২ টাকা ৮০ পয়সা বেড়ে ৭৯৯ টাকা ২০ পয়সা হয়েছে। অর্থাৎ ১৫২ দশমকি ৫৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।জুট স্পিনিংর্সের শেয়ারের দাম ১৫৮ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ২৩১ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ টাকা ২০ পয়সায়। ১৪৬ দশমিক ২১ শতাংশ বেড়েছে। এপেক্স ফুডসের শেয়ার ১৭০ টাকা ৪০ পয়সা থেকে ২৩৯ টাকা ৯০ পয়সা বেড়ে ৪১০ টাকা ৩০ পয়সা হয়েছে। অর্থাৎ ১৪০ দশমিক ৭০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।এডিএন টেলিকমের শেয়ারের দাম ৫৮ টাকা ৯০ পয়সা থেকে ৭৩ টাকা ৯০ পয়সা বেড়ে ১৩২ টাকা ৮০ পয়সা হয়েছে। অর্থাৎ ১২৫ দশমকি ৪৭ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। প্রগতি লাইফ ইনস্যুরেন্সের শেয়ার ৬৬ টাকা ২০ টাকা থেকে ৭০ টাকা ৭০ পয়সা বেড়ে ১৩৬ টাকা ৯০ টাকা হয়েছে।প্রায় ডাবল দাম বেড়েছে : রূপালী লাইফের শেয়ার ৬৩ টাকা থেকে ৯৯ টাকা বেড়ে ১২৫ টাকা ৩০ পয়সা হয়েছে। অর্থাৎ গত এক বছরে দাম বেড়েছে ৯৮ দশমিক ৮৯ শতাংশ। মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল ম্যানুফেকচারিংয়ের শেয়ারের দাম বেড়েছে ৯৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ কোম্পানির শেয়ার ৩১ জুলাই ২০২২ সালে ছিল ৪৬৮ টাকা ৭০ পয়সা। ৩০ জুলাই ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৯২৩ টাকা।একইভাবে সিটি জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার ৯২ দশমিক ২ শতাংশ বেড়ে ২৬ টাকা ৩০ পয়সা থেকে ৫০ টাকা ৫০ পয়সা, ইউনিয়ন ইনস্যুরেন্সের শেয়ার ৮৯ দশমিক ০৬ শতাংশ বেড়ে ৩২ টাকা ৯০ পয়সা থেকে ৬২ টাকা ২০ পয়সা, ক্রিস্টাল ইনস্যুরেন্সের শেয়ার ৮৮ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৩৫ টাকা ১০ পয়সার শেয়ার ৬৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। সূত্র : ঢাকা পোস্ট।

Share this news