১০ কোম্পানির ওপর ভর করে শেয়ারবাজারে বড় উত্থান

Date: 2024-04-08 14:00:07
১০ কোম্পানির ওপর ভর করে শেয়ারবাজারে বড় উত্থান
অনেক দিন পর বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বড় একটি উত্থান প্রবণতা দেখেছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়ার ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১৬টিরই দর বেড়েছে। অর্থাৎ লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০ শতাংশের বেশি প্রতিষ্ঠানের দর বেড়েছে। যার কারণে আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৪ পয়েন্টের বেশি।আজ ডিএসইর সূচকের এমন উত্থানে মূখ্য ভূমিকা রেখেছে ১০ কোম্পানির শেয়ার। যেগুলোর দর বাড়াতে ডিএসইর সূচক বেড়েছে ২৬ পয়েন্টের বেশি। এই কোম্পানিগুলোর শেয়ারদর বাড়াতে ইতিবাচক প্রভাব পড়েছে অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার দরেও। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।এদিন বাজারে বড় উত্থানের শীর্ষ ভূমিকা পালন করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা। যার কারণে ডিএসইর সূচক বেড়েছে ৪.৫৩ পয়েন্ট।আজ ডিএসইর সূচকের বড় উত্থানের দ্বিতীয় কোম্পানি ছিল বিকন ফার্মা। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা। এরফলে ডিএসইর সূচকের উত্থানে যোগ হয়েছে ৪.০৪ পয়েন্ট।একইভাবে আজ ডিএসইর সূচকে অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক ৩.৪৭ পয়েন্ট, রেনেটা ৩.০২ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক ২.৯৪ পয়েন্ট, বিএটিবিসি ২.২৯ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ১.৭৬ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ১.৬৮ পয়েন্ট, ফরচুন সুজ ১.৫৪ পয়েন্ট ও ফু-ওয়াং ফুড ১.২৮ পয়েন্ট।

Share this news