১০ কোম্পানির কারণে ডুবেছে শেয়ারবাজার

Date: 2024-01-24 00:00:12
১০ কোম্পানির কারণে ডুবেছে শেয়ারবাজার
সপ্তাহের চতুর্থ কর্যদিবস বুধবার (২৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৪৯ পয়েন্ট। সূচক এমন পতেনর নেতৃত্বে ছিল মেগা ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো-বিকন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল, লাফার্জহোলসিম, জিপিএইচ ইস্পাত, ফরচুন সুজ, সোনালী পেপার, ট্রাস্ট ব্যাংক, সী পার্ল রিসোর্ট, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও পূবালী ব্যাংক পিএলসি।আলোচ্য ১০ কোম্পানির শেয়ার পতনের কারণে ডিএসইর সূচক কমেছে প্রায় ২৬ পয়েন্ট।কোম্পানিগুলোর মধ্যে ডিএসইর সূচক বেশি কমিয়েছে বিকন ফার্মা। কোম্পানিটির শেয়ারদর কমেছে আজ ১২ টাকা ৯০ পয়সা। যার কারণে ডিএসইর সূচক কমেছে ৮.৩৪ পয়েন্ট।এরপর সূচক পতনের বড় দায় ছিল বাংলাদেশ সাবমেরিন কেবলের। কোম্পানির শেয়ার দর কমেছে আজ ১৯ টাকা ৯০ পয়সা। যার ফলে ডিএসই সূচক কমেছে ৪ পয়েন্ট।একইভাবে দাম পতনের কারণে ডিএসইর সূচক কমিয়েছে লাফার্জহোলসিম ২.৫১ পয়েন্ট, জিপিএইচ ইস্পাত ২.৩৮ পয়েন্ট, ফরচুন সুজ ২.৫৮ পয়েন্ট, সোনালী পেপার ২.১২ পয়েন্ট, ট্রাস্ট ব্যাংক ২.০৭ পয়েন্ট, সী পার্ল রিসোর্ট ১.৭৬ পয়েন্ট, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ১.৬৫ পয়েন্ট এবং পূবালী ব্যাংক ১.৬৪ পয়েন্ট।

Share this news