১ ঘন্টায় লেনদেন ৫০৯ কোটি টাকা

Date: 2024-02-03 20:00:09
১ ঘন্টায় লেনদেন ৫০৯ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।এদিন সকাল ১১ টা পর্যন্ত ডিএসইতে ৫০৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৭ পয়েন্টে।প্রথম ঘন্টায় ডিএসইতে ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২৬ টির, কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৯৮ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ১৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২ টির, দর কমেছে ২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৭০৫ টাকা।

Share this news