১ ঘণ্টায় লেনদেন ১৮০ কোটি টাকার

Date: 2024-11-05 20:00:12
১ ঘণ্টায় লেনদেন ১৮০ কোটি টাকার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৬ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, দর কমেছে ২০৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮০ কোটি ৫৫ লাখ টাকা।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯২০ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, দর কমেছে ৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯০ লাখ টাকা।

Share this news